র্যাকেট কেনার পয়সা ছিলোনা, তবে
গুল-লড়িটা সহজেই বানানো যেতো,
কোদাল দিয়ে ঘর বানিয়ে চলতো গাদন খেলা
আর লুকোচুরির মজাটা হলো
তখনো ঝোপ-ঝাড় বলে কিছু একটা বেঁচে ছিল
চল্লিশ পেরুনোর পর এখন দশ বছরের বালক
দুম করে দরজা বন্ধ করে র্যাকেট হাতে দৌড়...
ও কি আমি, না আমার মতো অন্য কেউ ?