অনেক দিন কবিতা খুঁজতে বের হই না, অথচ
গাড়ীর গ্লাস দিয়ে দেখি হাঁটু ভাঙ্গা দ-এর মতো
ঠক্ ঠক্ শব্দ করে এগিয়ে যায় আঁকিবুকি...
নিষেধ থাকার পরও এখানে ঢুকে পড়ে ঈশ্বর
আমার তখন খুব তাড়া
কারন গিন্নী বলেছে ইনফিনিটি শো-রুম থেকে
কিনতে হবে মাদারকেয়ার বেবি পাওডার