আত্মারও কিছু শীতল চাওয়া থাকে
তার জন্যে কাতার ভেঙ্গে সামনে যেতে হয় না
কষ্ট করে একটু উপরে উঠলেই বড় স্পেস
জায়নামাজে দাঁড়িয়ে দেখে নেওয়া যায় অসীম কুদরত
আর যারা উপরে উঠার ভয়ে
নিচে মাটিতে খাঁ খাঁ রোদের মধ্যে আকাশ মাপে
তাদের জন্যে তিরস্কার হলো দেরিতে আগমন
কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও
উপরে নির্দেশ আছে, মাটিতে কল্যাণের বীজ
চারাগাছ'ই একদিন ছায়া দেবে শাখা ও প্রশাখা
তারপর নুড়ি-পাথরে ফুল, সুবাস এবং শান্তি...