আঠারো ঘন্টা চুম্বন দিয়েছো তুমি,
এই নাও গোলাপ-পাপড়ি,
গিনেস বুক অব রেকর্ডস-এ তোলা থাক
তোমার ভালোবাসার কীর্তি
আমাদের কাঁচা-হলুদ প্রেমে এখন
কোদালের কোপ । ছ-খান্ ন-খান্
তবু বাতাবি লেবুর সুবাস নিয়ে
পাঠাতে চাই আকাশ-বার্তা...
তুমি ভালো আছো তো ?
টিনের চালের উপর বসে আছি দিবানিশি,
বুকের হাড্ডি-গোনা শিশুর ছবি দিয়ে
অনেক তো বিক্রি করেছো দারিদ্র
এবার আমার ফটো তোলো । পুরুস্কার পাবে ।