ঠিকানা নিকটে আসলে প্রতিক্ষারা দীর্ঘ হয়
তখন এক ঠ্যাংগে দাঁড়িয়ে থাকে বক,
মাছ কোথায় ?
ওজনদার রুই-কাতলার বাড়ে চামচিকার ভয়
কারন মৎস্য মন্ত্রীকে চলে যেতে হয়
পিঁয়াজ ও রসুন মন্ত্রনালয় ।
এখন লাঙ্গল ও কোদাল কোথায় পাই ?
নাকের ডগার উপর দাঁড়িয়ে আছে বছর ।
ও ফসল, তুমি ধরা দাও...
বুড়ি মৎস্য কন্যার আদেশ -
গরু ও ছাগলের পার্থক্যটা দেখতে চাই