ভাবনাগুলো গুছিয়ে আসার পর
বিমূর্ত ছবিগুলো এবার ডানা মেলতে চায়
কারন তৈরী হচ্ছে বুকভরা সোনালী ফসলের মাঠ...
শুধু দৃষ্টি দিয়ে যখন ছোঁয়া যায়না আকাশ, তখন
প্রজন্মের কাছেও রেখে যেতে হয় কিছু দায়,
দীর্ঘ পথ আর কে চায় সংক্ষিপ্ত করতে ?
তবু দিন শেষে একদিন ট্রাজেডি অপেক্ষা করে
যেদিন পৃথিবী কাঁপিয়ে ঝড় উঠে, আর
বিমূর্ত ছবিগুলো আকাশে লেপটে যায়
তখন স্মৃতিগুলোও বিবর্ণ হতে হতে ধূসর মেঘ হয়...