সফট ড্রিংকস ইচ্ছেগুলো এবার
গরম কাপ এ ব্লাক টি
এখন নাও ভাসিয়ে নিয়ে যাও
ফুটো হওয়া ব্যাংক, তবে
রাজা ন্যাংটা হয়ে পড়লে
জেনে রেখো তুমিও কাপড় ছাড়া
খলুই-এ আলু ও মরিচ ছাড়া কিছু নাই
তবু সিদ্ধ-হাড়ির তলা থেকে বের হোক
কিছু উন্নয়নের সুবাস...
ভিটেমাটিটুকু জমা রাখা ভালো