শেষবার যখন তোমার সাথে আমার দেখা হয়
তখন মাথায় করে কয়েক বস্তা ঋণের বোঝা নিয়ে গিয়েছিলাম,
পরিশোধ করব ভেবে
কারন চক্রবৃদ্ধি হারে সুদ বেড়েই চলছিল...
আমার তো আর ধানি জমি, হালের বলদ কিংবা
তিন প্রহরের বিল ছিলনা,
থাকার মধ্যে ছিল কেবল দিন শেষে কিছু ঝরাপাতা বিকেল,
তা থেকে তোমাকে দিতে পারতাম এক আকাশ শূন্যতা,
তাতে বরং ঋণের বোঝা আরো বাড়ত...
তুমি বললে, এক ফকির কখনো আরেক ফকিরের কাছ থেকে
ভিক্ষা নেই না,
তারপর এক জোড়া মরামাছি চোখ, তাকিয়ে রইল নিস্পলক...
আর তখনি হুড়মুড় করে ভেংগে পড়লো পাশে দাঁড়িয়ে থাকা একটি দালান