১.
মাটি খুঁড়ে যখন এক চিলতেও পাই না
দেহের খনিজ
তখন তুমিই বলছো, ওখানে আছে ভরপুর মূল্যবান ধাতু

শাজাহানের তাজমহল আসলে নিছক ইতিহাস

কিছু দূর এগুলেই পাওয়া যায় পাতাল-পুরি
তারপর রাক্ষসের দল তাড়া করে আসে...

২.
জাল গুটিয়ে নেওয়ার আগে
কিছু মাছ ধরতে পারলে মন্দ হতো না

কারন আকাশে মেঘের ঘণঘটা বাড়ছেই...