এক যুগ আবর্জনা খেয়ে
প্রতিদিন তৃপ্তির ঢেঁকুর । কোন মহামারী নেই,
এখন বলছো কানাকড়ি ব্রেকফাস্টের সাথে
খেতে হবে ৫৬% লভ্যাংশ
যা দিয়ে দিব্যি কেনা যায় মুড়গি মিলন থেকে
বটবৃক্ষ ছায়া...
শুনে আমার তো পেট-খারাপ অবস্থা !
হারামজাদী ঢোলকলমি আবার বাতাসে বাজায় ডুগডুগি
আর রাজার আকার নিয়ে বসে থাকে বাচ্চারা...
মুক্তিযুদ্ধ নিয়ে মনে হয় আর ব্যবসা করা গেল না !