হঠাৎ অগ্রহায়নের হাতে মেঘ ধরিয়ে দিয়ে
চলে গেল কার্তিক...
এবার তোমার সাথে শেষ হবে আমার
হাতপাখা প্রেম
বৃষ্টির পর তাল পাকা ইচ্ছেগুলো
সহজেই খুঁজে নেবে নরম লেপের তলা
মধ্যরাতে তোমাকে আর ডেকে তুলব না কোকিলা
উদাসী চাঁদের গায়ে হেলান দিয়ে
এক দিন বেরিয়ে পড়ব মানবিক খেলা ঘরে
দেখব, কতটা ফুটপাথ হতে পারি আমি
যেখানে দারিদ্র আর শীত হেঁটে চলে হাত ধরে...