এখনো ধান কাটা শুরু হয়নি; তার অাগেই
বৃষ্টি কম বলে এবার মাঠের জল শুকিয়ে চুন !
পচা শামুকেরা হা করে তাকিয়ে অাছে...

পা কাটার অাগেই কি ওরা কারো কপাল কাটতে চায় ?

তিন দিন হলো অাকাশে হুলুস্থুল কান্ড,
সূর্যের গায়ে কাঁথা জড়িয়েছে মেঘ, অার
মবিল, অালকাতরা দিয়ে
কারা যেনো লেপটে দিচ্ছে দিগন্ত...
ক্রমশ অাড়াল হয়ে যাচ্ছে সোনালী ফসলের মাঠ
তোমার মুখ, ভয়েস, এসএমএস, পদ্মা মেঘনা যমুনা...

অথচ অামি শীত চাই, ফুল তোলা কাঁথায়
খেঁজুর রসে
পিঠা-পায়েসের এই সোনালী বাংলায় ।
তা না হলে, বসন্তটা যে অামার হারিয়ে যায় !

প্লিজ অার বলোনা, শীত অাসছে এবার গরম হা্‌ওয়ায় ।