মৃত্যুর কথা ভেবে ভেবে উড়াল পাখি
এক দিন খাঁচাটাই আপন হয়ে উঠে
তবু পুঁই শাকের মতো লতানো সুবাস
ছড়িয়ে যায় জাংলার খুঁটিতে, কঞ্চিতে...
কেউ জানেনা হৃদয়ে দই পোকার বাস
মাইক্রোস্কোপ লাগিয়েও যখন দেখা যায় না
বুকের ব্যাথা
খাঁচা এবার মুক্তি দেবে তোতা পাখি
মৃত্যুর কোলে আর ঝুলে থাকবে না আকাশ