১.
আমার হাত কেউ বেঁধে রাখেনি
তবু মুক্ত হতে চাইলেই অবানাশী শৃঙ্খল
সাপের ফনায় ধারালো বিষদাঁত
ঘরে-বাইরে ভয়, নির্ঘুম রাত...
পালিয়ে যাবো, শক্তি কোথায় ?
২.
সহজ একটা কবিতা লেখার পর
তাড়া করে আসে কিছু বিমূর্ত ভাবনা
যখন বরফের নদী পার হয়ে সবেমাত্র
খুঁজতে শুরু করেছি অমাবস্যার চাঁদ
পৃথিবীর চোখে তখন ঘুমভাঙ্গা স্বপ্ন