দুটো কেতলি কেনার পর
দুধের হাড়ি প্রয়োজন নাই
এক চামচ কনডেন্স মিল্কেই ঘোটা ঘোটা...
কে আর চাই সর পঁচিয়ে ঘি বানাতে
রঙিন টিভিতে মোটো-পাতলু সমুচা
চা তো খাবনা মাল লা গা
ফুটপাতের আইন ছিঁড়ে ফেলুক হনুমান রাজা...
চায়ের দোকনও একদিন পালন করবে
ধর্ষণের সেঞ্চুরী তারপর
ঠ্যাঙের উপর ঠ্যাঙ তুলে দিয়ে
চুমুকে ব্রাজিলিয়ান কফি...
চল্লিশ সাল আসতে আর কতদিন বাকী রে