তোমাদের দাবী মেনে নিয়ে
চার দেয়ালে পেতে দিলাম নরম বিছানা,
বালিশের পাশে রেখে দাও ঘটি, বাটি, বদনা, বিলায়...
তারপর শুরু করো বক্তৃতা...
কলার ধরে টেনে সিএনজিতে উঠানো খুব কষ্টের,
পাতলা ডাউলেও বাড়ে আমাশয় রোগ, কারন
ব্যাংক-কাটা পদ্মা সেতুতেও চায় শালি-ধানের চিড়া
এত মূলধন দিয়ে কি হবে রে ?