মাঝে মাঝে প্রধান বিচার পতিরও ক্যান্সার হয়
যখন সে খুব বেশী সত্য বলা শুরু করে
অথচ ১০৩ বার মুঁচিকে ডেকে আনা হয়েছিল
তাঁর মুখ সেলাই করে দিতে
-মুঁচির কথা শুনলোই না
তারপর শয়তান গেল ভয় দেখাতে
-ভয় পেলো না
কশাই পাঠানো হলো ছুরি হাতে
-জিহবা বেরই করলো না
কৃষক পাঠানো হলো মই আনতে
-খেঁজুর গাছে উঠলোই না
শেষে এক মাসের নির্বাসনে পাঠানো হয়েছে
ভাল করে মিথ্যা বলার চর্চা করতে
তাতে ক্যান্সারের যদি কিছু উপসম হয়