জলজ্যান্ত//

গভীর জলে নামার পর হলো জলজ্যান্ত,
তার আগে সাপুড়েও জানত না
বিষ কোথায় ছিল ।

মেদ//

বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে পারলে, ভাল
তবে স্মার্ট হওয়ার ঝুঁকিটাও নিতে হবে ।