আমাকে আর তোমরা ভাল বলোনা
কারন পাঁজরের বাম হাড়ে খুব ব্যথা
অনেক দিন ঘুড়ি উড়াতে পারিনা বলে
হারিয়ে গেছে নীল আকাশ
মাথাভাঙ্গার কাছে রেখে এসেছিলাম বৃষ্টির ফোঁটা
ঝুরঝুরে বালিতে সে এখন উদাস
অফিসের নোট বুকে চলছে হাতুড়ি-বাটাল
অন্ধকারে ডুবে যাচ্ছে ঘর থেকে পথ, মাঠ, ঘাট...