কাজের মাঝে মাঝে কবিতা লেখার চর্চা করে আসলেও এখনি একক ভাবে বই প্রকাশ করব-এরকম ভাবনা আপাতত আমার নেই । এর অনেকগুলো কারণ থাকতে পারে, তবে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হলো: শোনা যায় প্রতিষ্ঠিত কবিদের মধ্যেও কারো কারো এক বইমেলায় প্রকাশিত প্রিন্টেড কপির অর্ধেক বইও নাকি বিক্রি হয় না, সেখানে আমাদের মত নবীন লেখিয়েদের কবিতার বই যে কয়টা বিক্রি হবে, তা সহজেই অনুমেয় । তা ছাড়া ভার্চুয়াল জগৎ যে কারো যে কোন লেখা প্রকাশের সুযোগকে এতটাই অবাধ ও সহজ করে দিয়েছে যে, ইচ্ছে করলে যে কেউ তার লেখা প্রকাশ করতে পারছে এবং সর্বপরি এর কোন মানদন্ড নেই । অবশ্য এরমধ্যে কোন ভাল লেখা যে আসছে না, তা বলা যাবেনা । তবে প্রায় ক্ষেত্রেই দেখা যায় সেসব লেখা পাঠকদের চোখে কম পড়ছে, লাইক-কমেন্টও তাতে কম আসছে মানহীন, খারাপ লেখার তুলনায় । এর কারণ অবশ্য হতে পারে, একটা ভাল লেখা প্রস্তুত করতে যে ভাবনা, শ্রম, মেধা, সময় প্রয়োজন-তা দিতে গিয়ে একজন ভাল লেখক বা কবির অন্যের লেখা পড়া বা কমেন্ট করা হয়ে উঠেনা; যার ফলে অন্যরাও তার লেখাকে তেমন একটা পাত্তা দেয় না । ব্যাপারটা অনেকটা গিভ এ্যান্ড টেক এর মত ।
যাইহোক, তারপরও একজন নবীন লেখক বা কবি একটা সময় পর শুধু মাত্র ভার্চুয়াল জগতের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইবে না । সে বই প্রকাশ করবে । কিন্তু বই প্রকাশ করতে চাইলেই কি সে এত সহজে প্রকাশ করতে পারবে ? পারবে, যদি সে নিজের গাঁইট-এর পয়সা খরচ করে; কারণ আমার জানা মতে খুব কম প্রকাশকই আছে, যারা তাদের খরচায় নবীন লেখক-কবিদের বই প্রকাশ করে দেবে । আর এ কারণেই অনেক ভাল লেখাও বই এর পৃষ্ঠা পায় না আর্থিক সমস্যার কারণে । অন্যদিকে বইমেলায় অনেক মানহীন লেখাও ব্যাঙের ছাতার মত প্রকাশিত হয় শুধুমাত্র টাকার জোরে । এতে করে প্রকাশকের অবশ্য কিছু ব্যবসা হয়, তবে ক্ষতিগ্রস্থ্য হয় ঐসব পাঠক যারা বইটি পয়সা দিয়ে ক্রয় করে । এতে করে আমি মনে করি, অবশ্যই নবীন লেখক-কবিদের প্রতি পাঠকদের একটা বিরূপ ধারণা তৈরী হয় ।
এবার আসি ২০১৯-এর ২১-শে বইমেলায় প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ "নগ্নপদ ছায়া"র কথায় । বইটি সম্পর্কে বলার আগে প্রথমে বলে নিই আমার দীর্ঘ দিনের পরিচিত কবিবন্ধু জসীম উদ্দীন মুহম্মদ সম্পর্কে; যিনি বইটি সম্পাদনাও করেছেন । তিনি কবি হিসেবে হয়ত সর্বজন পরিচিত না কিন্তু তিনি যে একজন প্রতিষ্ঠিত কবি - এ কথা নিঃসন্দেহে বলা যায়, যা বাংলা কবিতা আসরের অনেক কবি বন্ধুই অবগত আছেন। যার কবিতায় প্রেম, গভীর জীবনবোধ, দর্শণ এবং বর্তমান সময়কে পাওয়া যায় । এ পর্যন্ত তার বেশ কয়েকটি কবিতার বই প্রকাশিত হয়েছে এবং তা থেকে নির্বাচিত কবিতার সংকলনও ছাপা হয়েছে । বোদ্ধা এই কবির সাথে আমার পরিচয় বাংলা কবিতা ডট কম এর মাধ্যমেই । তখন আমরা সবেমাত্র এই সাইটে কবিতা লেখা শুরু করেছি । আমি নিজে যেমন আধুনিক গদ্য ধারায় কবিতা লিখতে ও পড়তে পছন্দ করি তেমনি কবি জসীম উদ্দীন মুহম্মদ এর কবিতাও আরো বেশি আধুনিক এবং স্মার্ট । তাই খুব অল্প সময়ের মধ্যেই আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয় । তবে বইটিতে যে শুধু মাত্র আধুনিক গদ্য ধারার কবিতাই আছে, তা না; বরং ছন্দ বা অন্তমিলের কবিতায়'ই বেশি আছে । সে হিসাবে বলা যায়, সব ধরণের পাঠকই বইটি পড়ে নিজের মত করে রস নিতে পারবে ।
গত বইমেলায় আমিই প্রথমে বলেছিলাম ২০১৯-এ একটা যৌথ কাব্যগ্রন্থ করার কথা এবং তারই ধারাবাহিকতায় এবারের বাইমেলায় আমাদের এই যৌথ আয়োজন । বইটিতে আছে মোট ৯জন কবির কবিতা । এরা সবাই যে খুব বড় মাপের কবি-এ কথা বলা যাবেনা, তবে সম্পাদক-কবি যেহেতু জসীম উদ্দীন মুহম্মদ; তাই ৯জন কবির সেরা কবিতাগুলোই তিনি এখানে সংকলিত করেছেন । তাই কাব্যপ্রেমি পাঠকেরা বইটি কিনলে পুরো টাকা বিফলে যাবেনা - এ কথা বলা যায় । বইটি প্রকাশ করেছে হরিৎপত্র প্রকাশনী; প্রচ্ছদ শিল্পী R করিম; পৃষ্ঠা সংখ্যা ১০০; দাম ২০০ টাকা । পাওয়া যাবে বাংলা একাডেমির মূল প্রাঙ্গণ হরিৎপত্র প্রকাশনীর স্টল নং ৫ এ ।
সব শেষে বইটি থেকে নেওয়া আমার "শব্দ বাজার" গুচ্ছের একটি দিয়ে লেখাটি শেষ করছি:
চোরা-গলি থেকে বের হয়ে দেখি
তোর শরীরেও মাংসের গন্ধ
অথচ শ্যাম তখনো বাঁশি বাজাচ্ছে...