মাংসের নেশায় বুঁদ হয়ে থাকা কলকেচোখ,
ফ্লেবারটা বরাবরই পছন্দ ছিল
কিছু গরু ও ছাগলের হাম্বা ও ব্যাঁ ডাক...
ঘাসহীন এই দীর্ঘ চরাচরে
মলিন হয়ে যাওয়া সব বেঁচে থাকার সাধ !
শুকনো খটখটে শরীর থেকে আরো মাংস দাও
বুড়ো গাই-এ বাছুর দেবে...
তারপর বছর ঘুরতেই সুইস ব্যাংক ভর্তি !
ভালোবেসে খুন হয়ে যেতে পারোনা ছাগল ও গরু ?
নইলে কাঁঠাল-পাতার সাথে ছিনতাই হয়ে
একদিন ঠিকই গুম হয়ে যাবে তন্দুরী-নান-এ ।