বারো মাসের নাম না জানা ১লা বোশেখী আমি
নর্দমার কীটের মাঝেও পেয়ে যাই ফেসবুক বার্তা ।
বাকী মিডিয়া-জুড়ে
চলে হলুদ-জমিন শাড়িতে লালপাড় প্রচারণা
এসো এসো, এসো হে বৈশাখ...
নতুন সূর্যের আলোয় যোগ দিই মঙ্গল শোভাযাত্রায়,
পিছনে পড়ে থাকে সব কুটিল দিনের হাহাকার ।
রমনার বটমূলে পান্তা ইলিশ খেয়ে
চলো, হাত-পাখায় দূর করি নোংরা শরীরের ঘাম
তারপর ঢাক-ঢোল পিটিয়ে গাই, "একদিন বাঙালী ছিলাম রে"
আর মজিদ মিয়া গুণতে থাকুক মোটা চাউলের বাজার দর
কারন পান্তার সাথে প্রতিদিন যেটুকু লবণ দরকার
তা ওর ঘরে নাকি এখনো আছে ।