এখনো যাদের মুখ খোলা অাছে
তারা সহজেই ভাড়া করে নিতে পারে
একটা পানসি নৌকা, তারপর
দরাজ কণ্ঠে গাইতে পারে গান...
অার যাদের কণ্ঠ শিলপাটায় বেঁটে
মলদ্বারে দেওয়া হয়েছে গরম ডিমের প্রলেপ
তাদের রাজপথ জানে মহাশ্মশান কাহিনী,
দেয়ালে লিখতে না পারা কথাগুলো
সব কপালে এসে ভিড় জমায়...
অাজ কে কাকে উদ্ধার করবে ?
পরাজিত সিরাজের পাশে পড়ে অাছে স্বদেশ
অার লর্ড ক্লাইভের সাথে পাল্লা দিয়ে হাসছে মীরজাফর...