১.
একদিন মনে হলো তোমাকে একটা ছবি উপহার দিই
ঠিক তোমারই ছবি
প্রতিদিন তো শিশু গাছে পালিয়ে যায় সন্ধ্যা
রাত গভীর হওয়ার আগে ভাঙ্গা আয়না
টুকরো কাঁচে জমে উঠে রক্তের দাগ

অথচ ছবিটা বাঁধিয়ে রাখার খুব ইচ্ছে ছিল আমার

২.
কিছু সিজদা যখন খুব বেশী রিলিজিয়াস হয়ে যায়
তখন পাত কুয়োর জলে হাবুডুবু খায় ময়না

ব্যার্থ আমি
রশি নামিয়েও উদ্ধার করতে পারি না