তুমি বন্ধ করে দাও সব দরজা
আমি উপযাচক হয়ে খুলতে যাব না
এই হাত পাথর ঘষে ছুঁয়ে দেবে আকাশ
সন্ধ্যামণির কাছে জমা আছে শেষ রঙ
বসন্ত এসে নির্মাণ করবে ফুলেল বাগান
কতটা গভীর হলে অন্ধচোখ দ্যাখে
নদীর তলদেশ ? তুমি জানো না
নাব্যতা দাও
উজানে বাঁধ
আমি মরা গাং এ সাগর আনব । বিশ্ব সংসার