এখনো স্বর্গ কিনতে পারিনি বলে
মাঝে মাঝে হুর ও পরী কিনি
প্রতিদিন একই গন্ধম আর ভালো লাগে না ।
খেঁজুরে-শক্তি হলো বল-বর্ধক, সাথে
কিছু গায়েবি মোহর ছড়িয়ে দিলেই
পাওয়া যায় বোম্বে ও থাইল্যান্ডের নীল রাত
পাঁচ শো বছর আগে ফুরিয়ে গেছে তলোয়ারের ধার,
এখন কি আর নের্তৃত্ত দেবো ঘোড়-সওয়ার ?
তার চেয়ে বেহুলা সুন্দরী দাও
ভিক্ষার আগে তেলের খনি দেবো
উঠাও
যতই বলো, কারবালার পরাজয় এক নির্মম ইতিহাস
আকাশ বিদীর্ণ করা বুক ফাটা আর্তনাদ
তবু সময়ের কাছে বার বার বেচে দেবো মেরুদন্ড, হাড়...
ভেতরে জমা হোক ফাকা মরুভূমি, হাহাকার !