আমার চামড়া দিয়ে ডুগডুগি বানাবে বলে
তুমি বার বার ধরে আনছো কিছু প্রতারক ইচ্ছে,
আর আমি মুড়িঘন্ট দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করছি
গায়েবি জানাজা পড়ার আগে
তুমি কি এখনি মরাকাবা করতে বলো আমাকে ?
অথচ আমি কখনোই সতীদাহের কথা বলিনি,
তবু ভালোবাসার জন্য খেই হারালো নদী...
হায় রাজটীকাহীন কপাল, কুমিরজলে গড়াগড়ি খায়
এবার তুমি ছুরি নিয়ে আসো, আমি শরীর পেতে দেবো
তারপর চামড়া উঠিয়ে ডুগডুগি বানিও