২৫টা মার্ডার করার পর
যার চোখে কোন উত্তেজনা নেই
সে হতে পারে সিরিয়াল কিলার
কিংবা ভাড়াটে খুনি
তার কাছ থেকে আমার কিছু শেখার নেই
তবে গ্রহণ লাগা সূর্যের মতো
কিছু গোধূলী বেলায়
সহসা মরুঝড়
এক চিলতে বসন্তের জন্য আতিপাতি...
আমার তখন নির্লীপ্ততার কাছ থেকে
কিছু শিক্ষা নিতে ইচ্ছে করে
বৃক্ষের মতো অটল থাকতে