সোনাইমুড়ি ভালোবাসা । টাট্টু ঘোড়ায় চেপে
যেতে যেতে যেতে যেতে ধপাস ! শালা
যত অসম ফসলী জমির মাঠ, ক্ষুরে আঘাত
তার উপর সরবতী-চোখে এখন বিদ্যুৎ ঝলক...
তোর বাসীমুখে এত দূর্গন্ধ আর ঘৃণা ?
একটা ফুল ও ফলের বাগান খুঁজে পেলে ভাল,
একটা জোনাকি-সন্ধ্যা এবং পর্যাপ্ত আলো ।
তাতে মাঘী পূর্ণিমার রাত যদি পাওয়া যায় কিছু