ধান না ভানলেও
গাইতে পারো শিবের গীত...
আদা, মসলা বেশি বাঁটতে যেওনা;
নিরামিষি আমি । দিন শেষে কপালে ভাঁজ
পাখির ঠোঁটে নিয়ে আসি খুদ-কুড়ো
এখন ফুলহীন বসন্ত কাল
শীত কিছু দেয়নি । দেবেনা
জৈষ্ঠের পর আষাঢ় তো আসবেই
তার আগে বর্ষাকে আমন্ত্রণ জানানোর দরকার কি ?
একটু হাসলে বুকের ব্যথা বাড়েনা,
বরং হার্ট ভাল থাকে ।