সজনে ডাটায় শপথ পড়িয়েছিল মৌসুমী ফলকে
বলেছিল, তোর আর কয় দিন ? ভেঙ্গে যাবি, পচবি না
আমাকে চুষুক দেওয়ার আগে এনে দেবো গলাপানি সুখ
শেয়ালবাটা মাথায় তখন কচ্ছপের আয়ু, রাত হলে
তলাবিহীন ঝুড়িতে কারা যেন চামড়া ছিলে লবণ লাগাতে চায়,
অথচ ডিজিটাল পদ্ধতিতে আমিও হতে পারি বারো মেসে...
পদ্মা মেঘনা যমুনা জুড়ে বয়ে যাক তুল-কালাম কান্ড
মশা ও মাছির ভয়ে কেউ যেন মোস্তাকের কফিনে
দিতে না পারে মীরজাফরীয়-মাল্য
তেলাপোকায় স্বপ্ন দেখুক, পেয়ে গেছি টিকটিকি বেঈমান...