১.
বুঝলাম, তোমার হাতে পানপাতা ধরা
আর আমার হাতে কিছু শুপারি-চোখ,
এখনো চুন লাগাইনি

অথচ ধলেশ্বরী ভেসে একাকার...

২.
কালসাপ তো ফনা তুলবেই,
সাপুড়েকে হাতে রাখার অর্থ
ও যেন কামরূপ-কামাখ্যা চলে না যায়

৩.
শুটকি ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়ার পর
গোয়ালনন্দের হোটেলগুলোকে
এখন আর সেকেলে মনে হয় না

৪.
জানোনা, শিলাইদহের কুঠিবাড়ি যেতে
এখন আর নৌকায় নদী পার হতে হয় না,
কবি নজরুলই নাকি একটা সেতু তৈরী করে দিয়েছে ।