কিছু কবিতার জন্ম হয় হঠাৎ বৃষ্টির পর
ঝুলে থাকা গুটি আমের সবুজে, যখন
ঝড়ো হাওয়ার ফাক গলিয়ে শুরু হয় পাতার মর্মর;
তোমার মুখ তখন একটা ঢেউ তোলা নদী
হৃদয় ছাপিয়ে ভাঙ্গে আসমান-জমিন...
উঠতি ফসলের মাঠ পুড়ে যায় ক্ষুধার আগুনে
তবু স্বপ্নগুলো পড়ে থাকে শিলা-বৃষ্টির ধ্বংস স্তুপে
অন্ধকারে সময় গোনে বৈশাখ, জৈষ্ঠ, আষাঢ়...
এবারও পিছিয়ে যায় আমাদের মোটাভাত, মোটাকাপড়ের সংসার ।