আমি যখন আমাকে খুঁজে পাই না
তখন তোমাকে খুঁজি, কারন
জন্মের আগে আমাকে বলা হয়নি
তোমাকে ফিরে আসতে হবে অন্ধকারে ।
এত যে সভ্যতার বিলীন, সবুজকে ছুঁয়ে
পৃথিবীকে হারিয়ে ফেলা চোখ, দেখেও
আমপাতার জলে ঝরে পড়ার ভয় আমার
ঝড়ো হাওয়া আর ভাল্লাগেনা, অথচ
তুমি ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই আমার !