মিলিয়ে যাওয়ার আগে এক দিন হারিয়ে যাব
কেউ জানবে না
পাথরের সংগে কতটুকু হলো ঘর-বসতি
শিকড় ধরে টান দিলে বুনিয়াদি পোকা
মৌমাছির মতো হুল ফোটায়,
সারা শরীর ফুলে ফেঁপে উঠে
তবু কেউকেটা হতে পারিনা
গুঁড়ো মেঘ থেকে ধরে আনি আবছায়া
অন্ধকারের গায়ে লিখে দেবো বলে মাটির কান্না