একচেটিয়া রায় মেনে নিয়েছি
তবু ৩৬৫ দিন রিমান্ড
মাথার উপর হাজার পাওয়ারের বাল্ব
১১৬টা কেস-এর পর চলছে আরো নতুন কেস এর অনুসন্ধান...
আমি বলি, যত পারো বলো চোর ছ্যাচ্ছর টাউট বাটপার...
শুধু দয়া করে প্রতারক বলোনা
কারন জানো তো, আমার ঘামে কোন প্রেম নেই
আছে উদাস দুপুরে কিছু পাতা-ঝরা কান্না
বসন্তেও বর্ষা এসে কড়া নাড়ে,
রাত গভীর হলে কিছু অতিথি আসে
আমার জামানত-হারা নির্বাচন ঠেকাতে
আর আমি তখন লাল-গোলাপ স্বপ্ন নিয়ে ঘুমুতে যাই
পরদিন ৯০১ তম কবিতা লিখতে ।