হালে পানি না পেলেও
তুমি বরাবর'ই মহামতি, কারন
শমসের এখন আর আগের মতো সব জানে না
যত পারো কেঁচো খুঁড়ে বের করো সাপ...
আমার ডিঙি নৌকায়
জল সেচে সেচে ফুটো হোক তলা;
গভীরে আর যাবেনা ডুবো-মাঝি,
পাড়ের ডাকে পড়ে থাক নির্বোধ হাওয়া...
তোমার আপেল-পড়া মধ্যাকর্ষণ শক্তি
কখনোই জানবেনা, চায়নাও একদিন জিঞ্জিরা ছিল ।