রাতটা ঝিম ঝিম, ইচ্ছেগুলো সব লেপের তলা
গরম শরীর চাই আজ আরো উষ্ণতা...
সকালটা কি খুব কুয়াশা ? বের হবোনা ?
সূর্য কোথায় ? আকাশের মুখ ঢাকা
রোদ উঠলেই কেয়া লিপজেল । ঠোট ফাটা
আজ ২.৬ ডিগ্রী তাপমাত্রা, ইতিহাস তেতুলিয়া,
কৃষকের কাছ থেকে জেনে নাও
খড়ের আগুনে রাঙা-বউ উত্তাপ
হাতদুটো জমে যায় ঠান্ডায়...