ভাবনার স্রোতে ভেসে যেতো যেনো স্বপ্নের তরীখানি,
মরুর বক্ষে ঝরতো অঝোর শ্রাবণধারার পানি।
ভাসতো দুঃখ, দোলতো পাহাড়, সাগর করতো গান,
বেদন-কুয়াশা একপাশে রেখে আকাশে হাসতো চান।
তোমাকে দেখেছি আমি,
সহজিয়া প্রাণে শান্তি নেমেছে নিজেকে ভেবেছি দামী।
কতোযুগ ছিলে বৃন্দাবনেতে শ্যাম, কদম্ব ডালে?
যমুনা জলের ছল করে আমি যেতাম সন্ধ্যাকালে।
একদিন দেখি চলে গেছো তুমি বিদর্ভরাজ দেশে,
বিবাগিনী হয়ে আজো ঘুরে ফিরি প্রেমপাগলিনী বেশে।
তোমাকে চাই না আর,
চির বিরহিনী একা হেঁটে যাবো, এইতো অহংকার!
==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================