আমি নাকি তিলোত্তমা তেঁতুলের এই দেশে,
কলেজ থেকে ফেরার পথে বলছে যে সে হেসে।
ঝরছে লালা ভাদ্রমাসের সারমেয় রূপ তার,
চোখগুলো যে ত্যাড়াব্যাকা দেখতে চমৎকার।
পথের মোড়ে, পুকুর পাড়ে দেখলে সে আমায়,
পোষ্যের ন্যায় লেজ নাড়ে আর কুঁই কুঁই করে যায়।
অনকে দিনের চেনাশোনা, আমি জানি তারে,
নরম হলেই নিয়ে যাবে ভূদুম বাঁশের ঝাড়ে।
তিলোত্তমা আমি যে তার থাকলে দূরে দূরে,
জানি, কাছে গেলেইতো গান গাইবে অন্য সুরে।
তাইতো আজও একলা থাকি, একলা করি বাস,
বুকের ভেতর যাচ্ছে ঝরে তপ্ত দীর্ঘশ্বাস।
ফুল ভেবে কেউ ছুইলো নাকো একলা থাকি তাই,
আকাশ দেখি, সাগর দেখি. আনন্দে গীত গাই।
==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================