শাপগ্রস্ত অহল্যার এই কৈশোরিক
যৌবন, বসন্ত নয়; মধ্য দুপুরের
তীর্যক রোদের প্রভা। আমাকে করেছে
আজ তোমাদের কাছে সঙ্গম-মোহিনী,
মনলোভা। চারিপাশে তাকিয়ে দেখেছি
তোমাদের লাল চোখ, বর্ষণবিহীন;
কেঁপে উঠেছিলো শঙ্কায় ভয়ার্ত বুক।
কানামাছি, কুতকুত ছেড়েছি কেবল,
তোমাদের ঠোঁট উল্টানো ভৎসনায়।
নির্মোহ নিঃসংকোচিত এ মন রেখেছো
বেঁধে অনাকাঙ্ক্ষিত হীন-দীনদশায়।
ক্রমাগতভাবে, আমি গিয়েছি নিচের
দিকে, অবজ্ঞা-অবহেলায়। অন্ধকারে
তুষারপাতের মতো মুখচ্ছবি ভেসে
উঠে, গোপন অশ্রুকণায়। বৃষ্টিহীন
জনপদে উপেক্ষার কোলাহল মেখে;
মরন বিষের দীর্ঘশ্বাসে, দুঃসাহসে;
তোমাদের অবহেলাকে গিয়েছি চেখে।
ম্রিয়মান এ তারুণ্য যেন উপভোগ্য
অপরূপ কবিতার রূপ! নারী জীবনের
শত অবহেলা, অবজ্ঞাতে জেগে উঠে
মৃত্তিকার পৃথিবীতে বসন্ত স্বরূপ।


==================
একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে। ॥ ধর্ষণ বন্ধ করুন॥
==================