(গীতি কবিতা)
-------------
কে বাঁশুরি বাজায় রে ঐ কালিন্দীর কুলে?
বাঁশির সুরে মন উতলা গোষ্ঠেরই গোকুলে॥
শরীর আমার আকুলিত, ব্যাকুল হইলো মন,
বাঁশির সুরে আউলাইয়া যায় চুলারই রান্ধন।
ছল করিয়া কলসি লইয়া যাই যমুনার জলে॥
মুরালীতে সুর তোলে সে ডাকছে রে কোন জনে?
মন যে আমার চায় মিশিতে বাঁশুরিয়ার সনে।
ঝর্ণা হয়ে অঝোর ধারায় ঝরছে চোখের জল,
বাঁশুরিয়ায় বসে আছে তাল-তমালের তল।
আমি তারে করবো বরণ যৌবনেরই ফুলে॥


==================
একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে। ॥ধর্ষণ বন্ধ করুন॥
==================