পিরিতির রীতি নীতি
বুঝি না তার প্রকৃতি
ধরেছে ভীমরতি আজ
ওগো, আমার প্রাণের সই।
হৃদয়ে প্রেম জেগেছে
সাগরে ঢেউ উঠেছে
আঘাতে ভাঙছে দু'পাড়
এখন যে কার কাছে' কই?
তাহারে ডাকলে কাছে
উড়ে সে গাছে গাছে
ঘুরে যে সারা গেরাম
একলা একাই টইটই।
বলি যেই, 'ভালোবাসি'
ততো সে হয় উদাসী!
খেয়ালে যায় যে দিয়ে
আমার পাকা ধানে মই।
পিরিতির কতো জ্বালা!
বোঝে না সুজন-কালা
নিশিদিন যাচ্ছি পুড়ে
বলো, ব্যথা কারে কই?
পানেতে চুন খেয়েছি
জিহ্বা-গাল ঠোঁট পুড়েছি
বাড়ে ভয় প্রাণ সজনী!
দেখলে এখন দুধের দই।
==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================