নিঠুর বন্ধুরে...
আমি   ভুল করেছি তোরে ভালোবাসিয়া।
তোর লাগিয়া জীবন-যৌবন দিলাম রে সঁপিয়া।

ক্যামনে ভুলিয়া রইলি পরাণের বন্ধুয়া
তোর লাগিয়া পরান আমার যায় যে কান্দিয়া।
পাড়া-পড়শী সর্বলোকে দুষিছে আমারে,
আমার দোষে দোষী হইলাম, দোষ দিবো রে কারে?
দিবানিশি জ্বলি আমি শুধু তোরেই ভাবিয়া।

প্রেমের জ্বালা বড় জ্বালা সইতে নাহি পারি,
নিরলে নির্জনে বসে করি আহাজারি।
শাওন মাসের ধারা বহে আমার দু'নয়নে,
ক্যামনে থাকি একলা ঘরে বন্ধুয়া বিহনে?
মনটা আমার ছটফট করে যাইতেছে মরিয়া।

কি করিবো? কোথায় যাইবো? পাইনা রে ভাবিয়া,
নিরুদ্দেশে রইলে বন্ধু আমারে ছাড়িয়া।
প্রেম-বিরহের ভীষণ জ্বালা আরতো সহে না,
ইচ্ছে করে মরে যেতে ভুলতে সেই যাতনা।
জানিনা তুই কোথায় আছিস আমায় পাশরিয়া।


==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================