প্রেমের সাঁড়াশি ধরেছে দুখের কব্জি,
সংসার মাঝে
কাটলো জীবন কাটতে কাটতে সবজি।
একটি ফুলও কেউতো দেয়নি হাতে,
বৃষ্টির ন্যায়
ঝরেছে অশ্রু সোহাগবিহীন রাতে।
নারীর জীবন দুঃখ-নদীর জল,
সময়ের টানে
সম্মুখে চলে নিয়ত অনর্গল।
নাই দেশ-কাল একই সূত্রে বাঁধা,
নিত্য প্রেমের
চিরবিরহিনী কৃষ্ণ-পিয়াসী রাধা।
==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================