নীল যমুনার কদম তলের
বংশী শুনে মন উতলা।
কিভাবে যাই কদম তলায়
আমি রাধা-রাই অবলা।
বুঝ মানে না অবুঝ প্রাণে
মধুর সুরে আমায় টানে
পরানকাড়া মোহন গানে
বাড়ায় মনে ভীষণ জ্বালা।
জলের ঘাটে দেখবো তারে
সখি-সনে যাই সেখানে,
গিয়ে দেখি বৃন্দাবনে
সে নাই, গেছে গোপীর টানে।
লোকলজ্জার ভয় ভুলিয়া
'কৃষ্ণ কৃষ্ণ' যাই বলিয়া
শ্রীরাধার এই মন দলিয়া
চলে গেছে প্রাণের কালা।
==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================