হারিয়ে গিয়েছিলাম অরণ্য আঁধারে
জীবনের প্রয়োজনে ঘুরেছি বাঁদারে।
নেশার মতন ফের ফিরে আসি আমি,
এই হৃদয় আমার কাব্য-অনুগামী।
শীতের কুয়াশামাখা স্নিগ্ধময় ভোরে
উদাসীন ভাব জাগে দুরন্ত অন্তরে।
আলস্যের ভাবনারা কাঁথা মুড়ি দিয়ে
কল্পনায় ভেসে যায় সদূরে হারিয়ে।

ওগো, অমিত সুন্দর! উদ্ভাসিত হও;
স্তব্ধ, পরাভূত জীবনের কথা কও।
কুয়াশার অন্ধকার ছিন্ন-অভিলাষে
সূর্যতেজঃ নিয়ে এসো পরম বিশ্বাসে।
জগৎ সুন্দর হলে পরশে তোমার,
দূরীভূত হয়ে যাবে সব অন্ধকার।


==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================