পলাশের বনে ফাগুন নেমেছে, এসেছে শিমুল বনে,
চারিদিকে হাসে রঙের আগুন আকাশে বাতাসে ওই;
কোকিলেরা আজ মাতোয়ারা হয় পাখপাখালির সনে,
মাদক গন্ধ খুশবো ছড়ায় বন্ধুরে তুই কই?
স্বপ্নমেদুর বালিকা এসেছে স্বর্গের পথ ধরে,
আকাশ রাঙালো মেঘের মেয়েরা চারিদিকে রূপমালা;
প্রকৃতির রূপ টলমল করে কেঁপে উঠে থরেথরে,
মেঘনার কুলে নেচে উঠে আজ সরলা পল্লীবালা।
এ কোন আগুন ছড়ালো ভুবনে দাউ দাউ করে জ্বলে,
ঢালি যতো জল বাড়ে অবিরল, দাবদাহ লেলিহান
আগুন শিখায় তীব্রতা বাড়ে তোর সেই নাম বলে;
বৃন্দাবনের ছায়াতলে যেন রাধা-কৃষ্ণের প্রাণ।
ফাগুনের ছোঁয়া হৃদয়ে আনিছে অতুল সুখের সুর,
গৌরবে আজ নেচে উঠে সখা পরান সমুদ্দুর।
==================
একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে। ॥ ধর্ষণ বন্ধ করুন॥
==================