বলো, তোমরাই বলো, কেনো উঠবো না আজ জ্বলে?
নারীকে তোমরা ক্রীতদাসী করে রেখেছো অন্তরালে।
রক্তের স্রোতে, ধমনীতে আজ জেগে উঠে অতি ক্রোধ,
চেতন-সাগরে বইছে ঝড়োয়াল বায়ু, নিতে হবে প্রতিশোধ।
তাই, লাঞ্ছিত নারী!
দৃষ্টিকে আজ সৃষ্টি করো প্রলয়-ধ্বংসের বহ্নিশিখা,
অবহেলা অপমান ক্রোধে জ্বলে উঠে তুমি,
ছিঁড়ে ফেলো অত্যাচারীদের সমস্ত অহমিকা।
বিরান বসতে রোপন করবো শ্যামল অরণ্যবৃক্ষরাজি,
ফলবতী নারীর তারুণ্য এনে সাজাবো
এই জীবনের ফুল-সাজি।
তোমরাই বলো, উঠবো না কেনো অগ্নিশিখায় জ্বলে!
আর কতোকাল বঙ্গ-ললনারা বন্দি হয়ে রবে
তোমাদের সাজানো গৃহের অন্তরালে?
==================
একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে। ॥ ধর্ষণ বন্ধ করুন॥
==================