আমি মহীয়সী, আমি নারী,
ধরণীতে আমি কবির মানসী, সবকিছু পারি।
বিশ্বের যতোকিছু মহান, কল্যাণকর;
নারী ও নরে শ্রমে-ঘামে-প্রেমে গড়েছে পরস্পর।
জেনে রেখো তুমি, মেধা শক্তিতে আমি সকলি পারি;
আমি মহীয়সী, আমি নারী।
আমি মরুতে ফোটাই তরতাজা ফুল,
সাগরে বাঁধি যে ঘর;
আনি পৃথিবীতে মহান সৃষ্টি ঐ বিধাতার,
যতো আছে কল্যাণকর।
মানুষের তরে গড়ে যাই আমি
প্রেম ভালোবাসা নিতুই নিরন্তর।
আমি সৌন্দর্য সঞ্চারী,
দুঃসাহসীর পথে হেঁটে যাই
সীতা-সাবিত্রী, কুন্তি-গান্ধারী;
দ্রৌপদী-দয়মন্তীর পথে,
অন্তর হতে অন্তরে রামায়ণ-মহাভারতে;
ভয়ঙ্কর প্রবণতা অবহেলা করে
তন্ত্রসাধিকা ভৈরবী থেকে
রানী ভবানীর মতো সবকিছু পারি।
আমি মহীয়সী, আমি নারী।
==================
একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে। ॥ ধর্ষণ বন্ধ করুন॥
==================